টিজার মুক্তি পেয়েছিল আগস্টের ৫ তারিখে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির নাম ‘পল পল দিল কে পাস’।
কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সানি দেওলপুত্র করন দেওল। করনের বিপরীতে রয়েছেন নবাগতা সাহের বাম্বা।
'দিল লাগি' এবং 'ঘায়েল ওয়ান্স এগেইন'-এর পর আবারও পরিচালকের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। বাবার পরিচালিত ছবির হাত ধরেই বলি টাউনে পা রাখলেন করন। ইতোমধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ইউটিউবে দেখে ফেলেছেন ওই ট্রেলার।
দুই তরুণ-তরুণী, সাহের শেট্টি এবং করন সেহগাল এক সঙ্গে ট্রেকিং-এ যান। অনেকটা সময় কাটানোর পর অজান্তেই প্রেমে পড়েন দু'জন দু'জনের। কিন্তু তাতেও আসে বাধা। কী বাধা তা অবশ্য ছবি মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে। ছবির ট্রেলারে মানালি, লাদাখের দৃশ্যও নজর টানে।
সানি দেওল নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করনের বিপরীতে নায়িকা বাছাই করার জন্য অন্তত ৪০০ জনের অডিশন নিয়েছিলেন তিনি, অবশেষে পছন্দ হয় সাহেরকে। ছবির বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে মানালি এবং লাদাখে।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবির ট্রেলার শেয়ার করে করন লিখেছেন, ‘সময় এসেছে প্রেমে পড়ার, সময় এসেছে ভালবাসার জন্য লড়াই করার।’
সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ২০ তারিখে মুক্তি পাবে ‘পল পল দিল কে পাস’।
ট্রেলার:
বিডি প্রতিদিন/কালাম