শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর তৃতীয় আসর। বৃহস্পতিবার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এমনটাই জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট।
অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শুধুমাত্র বিউটি
কনটেস্টের মাঝে সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো বাংলাদেশের এই প্ল্যাটফর্মটি সামাজিক সচেতনতামূলক উন্নয়ন কাজেরও অংশীদার হবে। আমরা সুন্দরভাবে এই আয়োজনটি সম্পূর্ণ করতে চাই।
আগামী ৪ অক্টোবর এই প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নির্বাচিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।
এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় অবিবাহিত ১৭-২৭ বছর বয়সি প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। আর
প্রতিযোগীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.missworldbangladesh.com ওয়েবসাইটে। উল্লেখ্য, প্রথমবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছিলেন জেসিয়া ইসলাম ও দ্বিতীয়বার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হন জান্নাতুল ফেরদৌস ঐশী।
বিডি প্রতিদিন/ফারজানা