হৃতিক রোশন, টাইগার শ্রফ ও বাণী কাপুর অভিনীত ‘ওয়ার’ সিনেমার প্রথম গান মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। গানটি হল-‘ঘুঙরু টুট গ্যায়ে’। গানের দৃশ্যে হৃতিক ও বাণী একে অপরের সঙ্গে রোমান্টিকতায় মজেছেন।
গানটি গেয়েছেন অরিজিত সিংহ ও শিল্পা রাও। সুর করেছেন বিশাল ও শেখর। গীতিকার কুমার। কোরিওগ্রাফার বস্কো-সিজার ও তুষার কালিয়া। মনকাড়া লোকেশন এবং হৃতিক ও বাণীর রোমান্টিক এই গানের দৃশ্য ভিন্ন মাত্রা যোগ করেছে। মূলত পঙ্কজ উদাসের ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গজলকে নতুন রূপ দেয়া হয়েছে এই পার্টি গান ‘ঘুঙরু’তে। এছাড়া ১৯৮৭ সালেও ‘পরম ধরম’ সিনেমায় ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গানটি শোনা যায়। যে গানটি গেয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী-গায়িকা সালমা আগা।
জানা গেছে, ইতালির অ্যামাল্ফি উপকূলের সমুদ্র সৈকতে গানের দৃশ্যের শুটিং হয়েছে। এখানে প্রথমবার বলিউডের কোনও গানের দৃশ্যের শুটিং হয়েছে। ওয়ার সিনেমার ট্রেলার আগেই রিলিজ হয়েছে। অ্যাকশনে ভরপুর ওই ট্রেলার দেখার পর অনুরাগীরা এবার সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। আগামী অক্টোবরে এই সিনেমা মুক্তি পাবে।
ভিডিও ১
ভিডিও ২
ভিডিও ৩
বিডি-প্রতিদিন/শফিক