বলিউড সুপারস্টার সালমান খান প্রবল বৃষ্টি উপেক্ষা করে ভারতের মুম্বাইয়ের রাস্তায় বাইসাইকেল চালিয়ে ‘দাবাং ৩’র শুটিং সেটে পৌঁছালেন। ৫৩ বছর বয়সী এই অভিনেতা শুক্রবার (৬ সেপ্টেম্বর) টুইটারে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বৃষ্টিতে মুখর মুম্বাই শহর। ‘দাবাং ৩’র শুটিংস্পটে যাচ্ছি।’
ভক্তরা সালমান খানকে ‘চুলবুল পাণ্ডে’ চরিত্রে আবার দেখার জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। আর ভক্তদের চাওয়ার প্রতি সচেতন সালমান খান নিজের দায়িত্বে মোটেও অবহেলা করেন না। যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করতে চেষ্টার একটুও ঘাটতি রাখছেন না তিনি। তাইতো প্রচণ্ড বর্ষা মাথায় নিয়ে সাইকেল চালিয়ে ‘দাবাং ৩’র শুটিংস্পটে গিয়ে উপস্থিত হলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার