Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৩৮
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৩৯

ভারতীয় ক্রিকেটের বিভিন্ন কুসংস্কার নিয়ে সোনমের নতুন ছবি

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেটের বিভিন্ন কুসংস্কার নিয়ে সোনমের নতুন ছবি

শচিন টেন্ডুলকার খেলতে নামার সময়ে বাঁ পায়ের প্যাড আগে বাঁধতেন। মাহেন্দ্র সিংহ ধোনি ৭ নম্বর জার্সি ছাড়া পরেন না। মুহাম্মদ আজহারউদ্দিনের সব লাক নাকি তার তাবিজে।

ভারতীয় ক্রিকেটারদের সংস্কার বলুন আর কুসংস্কার, তার তালিকা কিন্তু বেশ লম্বা। তাই বলে কি প্রতিভা এবং পরিশ্রমের ওজন ভাগ্যের চেয়ে কম? 

বহুচর্চিত এই বিষয়ই সোনম কাপুর অভিনীত ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবির মূল বক্তব্য।

এই ছবিতে জোয়া (সোনম কাপুর) ঘটনাচক্রে ভারতীয় ক্রিকেট দলের লাকি চার্ম হয়ে যায়। ক্রিকেট টিমের সঙ্গে সে ব্রেকফাস্ট করলে বা ম্যাচ দেখলে, সব সঙ্কট পার করে দল জিতে যায়। এক শব্দে বললে, জোয়া অঘটনঘটনপটিয়সী! এর মধ্যে ক্রিকেট দলের অধিনায়ক নিখিল খোডার (দুলকির সালমান) সঙ্গে জোয়ার প্রেমের মতো ঘটনাও ঘটে যায়। 

এসব নিয়েই সোনম কাপুরের নতুন ছবি ‘দ্য জোয়া ফ্যাক্টর’।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য