কণ্ঠশিল্পী কাজী শুভ ও স্বর্নালীর ‘ছুঁয়ে দেখো’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন তরুণ সাংবাদিক সজীব শাহরিয়ার। সুর ও সংগীতায়োজনে ছিলেন এস কে সমীর।
টাঙ্গাইলের মধুপুরে গানটির ভিডিও সম্পন্ন হয়। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সিডি চয়েস মিউজিক টিম। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অরন্য পাশা, স্নেহা ও সাথী খান।
গানটি সম্পর্কে কাজী শুভ জানান, গানটি সম্পূর্ণ মেলোডি ও রোমান্টিক ধাঁচের গান ‘ছুঁয়ে দেখো’। গানটি গেয়ে আমি তৃপ্ত। সমীর ভালো কম্পোজিশন করে আর স্বর্নালী নবাগত হলেও ভালো গাওয়ার চেষ্টা করেছে। ও ভবিষ্যতে আরও ভালো করবে।
সংগীতশিল্পী স্বর্নালী বলেন, কাজী শুভ ভাইয়ের সাথে গান গাওয়া জীবনের চমৎকার অনুভূতি। চেষ্টা করেছি ভালো করার বাকীটা দর্শক-শ্রোতারা বলবেন। মিউজিক ভিডিও টি সবার কাছে ভালো লাগবে এটা আমার বিশ্বাস।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন