এ বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ১০ দিনে মোট ১২৮টি ছবি প্রদর্শিত হয়েছে। ফিচার চলচ্চিত্রে মোট ২৮টি জুরি পুরস্কার দেয়া হয়েছে। গ্রান্ড জুরি পুরস্কার পেয়েছে নির্মাতা লি আইজ্যাক চাংয়ের ‘মিনারি’ (মার্কিন চলচ্চিত্র), ইরানি নির্মাতা মাসৌদ বকশির ‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’ (বৈশ্বিক চলচ্চিত্র), বয়েজ স্টেট (মার্কিন প্রামাণ্যচিত্র) ও এপিসেন্ট্রো (বৈশ্বিক প্রামাণ্যচিত্র)।
সাত বছর বয়সী এক কোরিয়ান-আমেরিকান ছেলের জীবনের গল্প নিয়ে তৈরি ছবি ‘মিনারি।’ ছেলেটির জীবন ওলটপালট হয়ে যায় যখন তার বাবা সিদ্ধান্ত নেন যে গ্রামে গিয়ে ফার্মের কাজ শুরু করবেন। অন্যদিকে ‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’ ছবিটি এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নারী আসামিকে নিয়ে যিনি দুর্ঘটনাবশত তার স্বামীকে খুন করে ফেলেছেন।
জুরি বোর্ডের নেতৃত্বে ছিলেন হলিউড অভিনেতা ইথান হাওকে। তিনি ‘দ্য ফোর্টি-ইয়ার-ওল্ড ভার্সন’ ছবির জন্য সেরা নির্মাতা হিসেবে নির্বাচন করেছেন রাধা ব্ল্যাঙ্ককে। আরও তিনটি স্পেশাল জুরি পুরস্কার ঘোষণা করেছেন বিচারকরা। ‘চার্ম সিটি কিংস’ ছবির শিল্পীদের সম্মানিত করেছেন তারা। ছবিটি ডার্ট-বাইক রাইডারদের নিয়ে নির্মান করা হয়েছে যারা বালতিমোর শহরের রাস্তায় ঝুঁকি নিয়ে স্টান্ট করেন।
এলিজা হিটম্যানকে সম্মানিত করা হয়েছে গর্ভপাত নিয়ে তার নির্মিত ছবি ‘নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ’ ছবির জন্য। জোসেফাইন ডেকারকে ‘অথার অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে ‘শিরলি’ ছবির জন্য। ছবিটি আমেরিকান লেখক শিরলি জ্যাকসনের ব্যায়োপিক।
বিডি প্রতিদিন/ফারজানা