ধুম-৪ সিক্যুয়েলে কোন তারকা এবার ভিলেনের চরিত্রে অভিনয় করবেন, সেই নিয়ে কৌতূহলের শেষ নেই। ধুম ৪ সিক্যুয়েলের কথা শুরু পর থেকেই রণবীর সিং, রনবীর কাপুর, শাহরুখ খান এমন কি সালমান খানের নাম উঠে এসেছিল। এবার যশ রাজ ফিল্মসের ধুম ৪-এ ভিলেনের কোট পরতে চলেছেন খিলাড়ি অক্ষয় কুমার।
ট্যুইটেও সেই খবর নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। টুইটে ঘোষণাই করা হয়েছে যে, সব জল্পনার অবসান। ধুম-৪ এ অক্ষয় কুমারই থাকছেন। এবার শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। তবে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ