ভালোবাসা দিবসকে সামনে রেখে গোল্লাছুট প্রকাশ করছে ভালোবাসার তিন গল্পের তিনটি নাটক। প্রতিষ্ঠানটি তাদের এই আয়োজনের শিরোনাম দিয়েছে ‘ভালোবাসার তিন গল্প’। আর এই ভালোবাসার তিন গল্পের তিনটি নাটক নিবেদন করছে রিং আইডি।
মোশনরক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে ভালোবাসার তিন গল্পের নাটক গুলো হলো-মহিদুল মহিমের ‘স্পর্শেতুমি’। এতে অভিনয় করেছেন তাহসান, তানজিন তিশা প্রমুখ। কাজল আরেফিন অমির ‘স্যার আই লাভ ইউ’। এই নাটকে দেখা যাবে আরফান নিশো এবং মেহজাবিন চৌধুরীসহ আরো অনেককে। ‘অবুঝ দিনের গল্প-২’ এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশাসহ আরো অনেকে।
এই ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘রিংআইডি ভালোবাসার তিন গল্প’ শিরেনামের নাটকগুলো অবমুক্ত করা হবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ