বরেণ্য নাট্যকার মান্নান হীরা রচিত ‘আদাব’ নাটক দিয়ে মঞ্চ মাতিয়েছে নাট্য ও সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারা। এর আগে, নাটকটি পশ্চিমবঙ্গেও মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে মঞ্চস্থ হয় নাটক আদাব। হল ভর্তি দর্শকরা নাটক উপভোগ করে ব্যাপক প্রশংসা করেছেন।
নাটকটি পরিচালনা করেন মশিউর রহমান খান টিটু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুম্মান হোসেন, শফিকুল ইসলাম জীবন, ডা. শেরে আলম সোহেল, কামরুজ্জামান কাজল প্রমুখ। নাটকে মেথরের চরিত্রে অভিনয় করে সকলের দৃষ্টি কেড়েছে অভিনেতা মঞ্জুরুল ইসলাম শহীদ।
সংগঠনের কার্যকরী সভাপতি শফিক স্বপন বলেন, আমাদের এই নাটকটি সম্প্রতি পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক নাট্য উৎসবে মঞ্চস্থ হয়েছে। সেখানকার দর্শকরাও অভিনয়ের প্রশংসা করেছেন। শ্রমজীবী মানুষের ধর্ম শিক্ষা ও প্রকৃত শিক্ষাই নাটকের মূল উপজীব্য। নাটক দেখতে আশা দর্শক সাগর হোসন তামিম জানান, অনেক দিন পর মাদারীপুরের মঞ্চে ভালো একটি নাটক দেখলাম। দারুণ সময় কেটেছে।
বিডি-প্রতিদিন/শফিক