বহুদিন ধরে বন্ড ছবির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন জেমস বন্ড ভক্তরা। দিন গোনার পালা এবার শেষের দিকে। আর কিছুদিনের মধ্যেই আবারও হাড় হিম করা থ্রিল এবং অ্যাকশন নিয়ে হাজির হতে চলেছেন জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগ।
আর এবার তার পর্দায় সঙ্গী অ্যানা দ আরমাস। নতুন টিজারে আরও বেশি করে উসকে দিল দর্শকের উত্তেজনা।
টিজারের শুরুতেই ঝলক পাওয়া যায় ভিলেন সাফিনের চরিত্রে রামি মালেক-কে দিয়ে। আর তার পরেই স্ক্রিনজুড়ে ড্যানিয়েল ক্রেইগ থুড়ি জেমস বন্ডের রাজকীয় উপস্থিতি। আর কী কী চমক রয়েছে No Time To Die ছবিতে?
টিজার:
বিডি প্রতিদিন/কালাম