১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৪৫

ইউটিউবে গান শেখানোর উদ্যোগ ছায়ানটের

অনলাইন ডেস্ক

ইউটিউবে গান শেখানোর উদ্যোগ ছায়ানটের

ইউটিউবে গান শেখানোর উদ্যোগ নিয়েছে ছায়ানট। প্রথম পর্বটি আগামীকাল ২০ ফেব্রুয়ারি রাত ৮টায় ছায়ানটের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এই চ্যানেলে প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় প্রকাশ হবে সন্‌জীদা খাতুন, খায়রুল আনাম শাকিল ও চন্দনা মজুমদারের প্রশিক্ষণে গানের নিবিড় পাঠ-এর নতুন পর্ব। এটি প্রকৃত সুরে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত ও লোকসঙ্গীত শিখবার একটি দূরশিক্ষণ প্রয়াস।

ইউটিউবের মাধ্যমে শেখানো গান নিয়ে সকলের জিজ্ঞাসারও উত্তর দেবেন প্রশিক্ষক। প্রশ্ন-মতামত-পরামর্শ পাঠানো যাবে [email protected] ঠিকানায়। 

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর