২ এপ্রিল, ২০২০ ০৯:৪০

অনলাইনে ফ্রি নাচের ক্লাস মাধুরীর

অনলাইন ডেস্ক

অনলাইনে ফ্রি নাচের ক্লাস মাধুরীর

মাধুরী দীক্ষিত

পুরো পৃথিবী করোনা আতঙ্কে থমকে আছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে বন্ধ সমস্ত কাজ। বলিউডও একই পথের পথিক। কিন্তু তা বলে তো সেলিব্রেটিরা শরীরচর্চা থামিয়ে রাখতে পারবেন না।

আর নাচের চর্চার চেয়ে চমৎকার ওয়ার্ক-আউট আর অন্য কিছু হতেই পারে না। এমনটাই মনে করেন মাধুরী দীক্ষিত। তাই লকডাউনে দেশের মানুষ যখন গৃহবন্দি তখন নৃত্যে উৎসাহিত মানুষ নাচের মধ্য দিয়ে সময় কাটান, এমনটাই ইচ্ছা তাঁর।

এটা করার জন্য অনলাইন ডান্স ক্লাসের আয়োজন করছেন তিনি। ডান্স উইথ মাধুরী ডট কম-এ মিলবে নাচের প্রশিক্ষণ। নিজের এই অন্য রকমের প্রোজেক্টের জন্য দেশের সেরা কোরিওগ্রাফারদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মাধুরী। ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। এই সংকটকালে মানুষের মনে সাান্য আনন্দ দিতেই মাধুরীর এই প্রয়াস।

অনলাইন প্রোজেক্টে মাধুরীকে সাহায্য করতে রাজি হয়েছেন পন্ডিত বীরজু মহারাজ। থাকছেন সরোজ খান, টেরেন্স লিউইস, রেমো ডিসু'জা প্রমুখরাও। 

মাধুরী জানান, বাড়িতে বন্দি থাকার সময়টা নৃত্যপ্রেমী মানুষ নাচ এনজয় করুন, এটাই চাইছেন। ফ্যান ও দর্শকেরা নিজেদের ভিডিও আপলোড করে মাধুরীর সঙ্গে কথাও বলতে পারবেন।  

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর