বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিতা হকের মেয়ে জয়ীতা জানান, গত ২৫ মার্চ মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ কয়েকদিন তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন : নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি গ্রেফতার
মিতা হকের পারিবারিক সূত্রে জানা যায়, মিতা হকের কিডনি জটিলতা রয়েছে। গত ৫ বছর ধরে নিয়মিত ডায়লাইসিস নিয়ে ভালোই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এই সংগীতশিল্পী। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিবিড় পরিচর্যার জন্য। তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আছে।
বিডি প্রতিদিন/ফারজানা