গোল্ডেন গ্লোবের পর ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) আসরেও দাপট দেখিয়েছে চীনের নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের 'নোম্যাডল্যান্ড' ছবিটি। সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী ও সেরা সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এই ছবি। গোল্ডেন গ্লোবের আসরেও সেরা ছবি, সেরা পরিচালকের পুরস্কার জিতেছিল ছবিটি।
এবার বাফটার আসরে 'দ্য ফাদার' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্যার অ্যান্থনি হপকিন্স। এই নিয়ে চারবার 'বাফটা'র মঞ্চ থেকে পুরস্কার ঘরে তুললেন অস্কারবিজয়ী এই হলিউড তারকা।
বাফটার আসরে সদ্য প্রয়াত প্রিন্স ফিলিপের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এবারের আসরে চিত্রনাট্য বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছেন ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার।
সেরা সহ-অভিনেত্রী নির্বাচতি হয়েছেন ইয়াহ জুন ইউং (মিনারি), সেরা সহ-অভিনেতা হয়েছেন ড্যানিয়াল কালোয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)। অসাধারণ ব্রিটিশ ছবি ও মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে 'প্রমিজিং ইয়ং ওম্যান'।
বিডি প্রতিদিন/ফারজানা