এবার র্যাপার হানি সিং-কে কটাক্ষ করলেন গায়ক শান। তিনি ভারতীয় সঙ্গীতের মান পড়ে যাচ্ছে বলে মন্তব্য করে হানি সিংকে নিয়ে এমন মন্তব্য করেন। খবর জি নিউজের।
শান বলেন, 'চার বোতল', 'সানি সানি', 'লুঙ্গি ডান্স'-এর মত গানগুলোর কোনও গুণগত মান নেই। হতে পারে এই গানগুলো জনপ্রিয়তা পেয়েছে, তবে তা নিম্নমানের।
শান প্রশ্নের সুরে বলেন, র্যাপ কেন এত জনপ্রিয় বলুন তো? লোকে ভাবে গালাগালি দিচ্ছে। সেকারণেই। এটার মধ্যে মিউজিকের গুণগত মানই নেই।
তার কথায়, কিছু র্যাপ আছে যাতে সুন্দর ছন্দ আছে, তবে হিন্দি র্যাপ ভীষণই সহজ। মিউজিক কোম্পানিগুলো আজ বলছে, এই গানগুলো গুণগতভাবে ভালো না হলেও এতে ভিউ বেশি আসে।
বিডি-প্রতিদিন/শফিক