গ্রেফতার হওয়ার প্রায় দুই মাস পর জামিন পেয়েছিলেন ভারতের পাঞ্জাবী গায়ক-অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধু। কিন্তু সেই জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভিন্ন একটি মামলায় ফের তাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে দিল্লির আদালত তাকে জামিন দেয়।
প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় সহিংসতার ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত দীপ। ৯ ফেব্রুয়ারি সকালে পাঞ্জাবের জিরাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল।
কেন্দ্রের নতুন ৩ কৃষি আইনের বিরোধিতা করে দিল্লির উপকণ্ঠে কৃষকদের যে বিক্ষোভ চলছে, তাকে সমর্থন করেছিলেন দীপ। এমনকি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর নিয়ে মিছিলেও ছিলেন তিনি। সেদিন লালকেল্লায় যে হামলা হয়, তার প্রেক্ষিতে দীপের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ। তার প্রেক্ষিতে জামিন পাওয়ার পর ফের দীপকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন