‘বাবু খাইছো’ শিরোনামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর বিভিন্ন ভাষায় গান প্রকাশ করেছেন তিনি। এবার গাইলেন আরবি ভাষার গান। আজ বুধবার গানটি প্রকাশ করা হয়েছে। এরইমধ্যে গানটির ভিডিও দেখা হয়েছে ৭০ হাজারের বেশি বার।
নতুন গানের বিষয়ে হিরো আলম বলেছেন, রমজান মাসে আরবি ভাষায় গান গাওয়ার অনুরোধ করছে ভক্তরা। তাই গাইলাম।
গানের ভিডিওতে মরুভূমির মতো আবহ আনার চেষ্টা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের বেশভূষাও ধারণ করেছেন হিরো আলম। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে ভিডিওর শুটিং হয়েছে। হিরো আলমের সহ-গায়ক ছিলেন রাব্বী।
প্রসঙ্গত, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন।এরপর নির্বাচনে অংশ নিয়েছেন, চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা