১৩ মে, ২০২১ ১৭:০৮

ঈদের আগে সকলের কাছে ক্ষমা চাইলেন সালমান খান

অনলাইন ডেস্ক

ঈদের আগে সকলের কাছে ক্ষমা চাইলেন সালমান খান

ফাইল ছবি

ঈদের সময় সালমান খানের সিনেমার জন্য মুখিয়ে থাকেন তার কোটি কোটি অনুরাগীরা। শুধু অনুরাগীরা নয়, অপেক্ষায় দিন গুনতে থাকেন সিনেমা হলের মালিক থেকে টিকিট বিক্রেতারাও। সালমান খানের সিনেমা মানে বক্স অফিসে রীতিমতো ঝড়। 

কিন্তু গত বছরের মতো করোনা সংক্রমণ রুখতে এবারও বন্ধ ভারতের সকল প্রেক্ষাগৃহ। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর ঈদের সময় সালমান খান অভিনীত 'রাধে' মুক্তি পাওয়ার কথা ছিল। ঈদেই মুক্তি পাচ্ছে এই ছবি। তবে বিগ স্ক্রিনে নয়, ওটিটি প্লাটফর্মে। পাশাপাশি বিদেশের কয়েকটি সিনেমা হলে। 

প্রতি বছর ঈদের সময় সালমান খানের একটি করে সিনেমা মুক্তি পায়। সকলেরই ধারণা ছিল, হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ভারতে লাগামহীন সংক্রমণ ছড়াতে বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয় প্রেক্ষাগৃহ। সম্প্রতি ভার্চুয়াল এক সাংবাদিক বৈঠকে সিনেমা হল মালিকদের কাছেই ক্ষমা চাইলেন সলমন খান। 

তিনি জানান, 'যে সকল সিনেমা হলের মালিকরা আমার সিনেমা থেকে লাভের আশায় অপেক্ষা করছিলেন, তাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। ভেবেছিলাম পরিস্থিতি স্বাভাবিক হবে। বড় পর্দায় মুক্তি পাবে আমার সিনেমা। জানি না পরিস্থিতি কবে স্বাভাবিক হবে।' 

তিনি আরও জানান, কথা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ মে) ওটিটি প্লাটফর্ম জি-প্লেক্স এবং জি-ফাইভ এ মুক্তি পাচ্ছে 'রাধে'। 
 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর