শুক্রবার সকাল থেকেই টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার খবরে উত্তাল শোবিজ অঙ্গন। তবে অভিনেত্রী এখনও এ বিষয়ে নিজে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।
কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার ডিজিটাল এবার প্রেমিক যুগলের ১৬ ছবি ছেপে জানিয়েছে, ছয় মাস ধরে কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জে নুসরাতের ফ্ল্যাটে থাকছেন যশ।
বিতর্ক কখনওই পিছু ছাড়েনি অভিনেত্রীর। আগাগোড়াই তার ব্যক্তিগত জীবন থেকেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। ফলে তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেও বিতর্ক দানা বেঁধেছে তাকে ঘিরে। নানা জনের নানা কটাক্ষ, কুকথা তীরবেগে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের এমএলএ অভিনেত্রীর দিকে।
উল্লেখ্য, একসঙ্গে ছবিতে কাজ করতে গিয়েই নাকি যশের প্রেমে পড়েন নুসরাত। ২০১৭ সালে যশ-নুসরাত জুটির প্রথম ছবি ‘ওয়ান’। তখন থেকে তাদের আলাপ, বন্ধুত্ব। তারপর ২০২০ সালে ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে এই দুই তারকার মধ্যে।
বিডি-প্রতিদিন/শফিক