২২ জুন, ২০২১ ০৮:৫৭

নাট্যপাড়ায় ঈদ প্রস্তুতি...


নাট্যপাড়ায় ঈদ প্রস্তুতি...

বেশ কয়েক ঈদ টিভি-সংশ্লিষ্টরা ঘরে বসে কাটালেও কোরবানির ঈদকে সামনে রেখে পুনরায় জমজমাট হচ্ছে টিভি অঙ্গন। দেশের বিভিন্ন লোকেশনে চলছে টিভি নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক ও ওয়েব কনটেন্ট নির্মাণের হিড়িক। তাই মুখরিত নাট্যপাড়া। আসছে ঈদ প্রস্তুতির সার্বিক অবস্থা নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

কোরবানির ঈদ উৎসবকে কেন্দ্র করে নাটক নির্মাণে ব্যস্ত নির্মাণ-সংশ্লিষ্ট সবাই। শুধু টিভি চ্যানেলের জন্য নয়; বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফরম ও ইউটিউব চ্যানেলের জন্য। তাই নির্দিষ্ট করে সংখ্যাটা বলা কঠিন। রোজার ঈদকে সামনে রেখে ৫০০-৬০০ নাটক নির্মিত হলেও কোরবানির ঈদে সংখ্যাটা একটু কম হয়। তাও সাড়ে চার শর কম নয়! আগের কিছু কনটেন্ট ঈদ আয়োজনে যোগ হয়। খোঁজ নিয়ে জানা গেছে, প্ল্যাটফরম বেশি বলে কনটেন্ট প্রচুর নির্মিত হচ্ছে। দেশের সবকটি শুটিং হাউস এই মুহূর্তে ভীষণ ব্যস্ত। তবে পূবাইলের অবস্থা একটু ভিন্ন; শুটিং করতে সরকারি নিষেধাজ্ঞা চলছে। এদিকে নিশো, মেহজাবিন, জাহিদ হাসান, তানজিন তিশা, চঞ্চল চৌধুরী, তাহসান খান, শাহনাজ খুশি, তাসনিয়া ফারিণ, জোভান, সজল, অপূর্ব, মোশাররফ করিম থেকে শুরু করে প্রবীণ-নবীন তারকা সবাই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে কিছু শিল্পী চাঁদরাত পর্যন্ত শুটিং করতেও পারেন। নির্মাতাদের যেন দম ফেলার ফুসরত নেই। টিভি অনুষ্ঠান বিভাগ, অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, ওটিটি ও ইউটিউব-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার জন্য তাঁরা অনেক আগে থেকেই নির্মাণের প্রস্তুতিতে। কিছু তৈরি হয়েছে, আরও কিছুর শুটিং নিয়ে ব্যস্ত তাঁরা।

নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু ঈদ প্রস্তুতি নিয়ে জানান, ‘এবারের ঈদ প্রস্তুতিতে আমরা ঈদের সাত দিনে সাতটি একক নাটক প্রচার করব। এরমধ্যে নিটোল প্রেমের আর অসম প্রেমের নাটক রয়েছে। দুটি ধারাবাহিকও প্রচার হবে।’

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘এবার ৩৫টির মতো একক নাটক, পাঁচটি ৭ পর্বের ধারাবাহিক ও সাতটি টেলিফিল্ম নির্মিত হচ্ছে। কিছু নির্মিত হয়েছে, কিছুর নির্মাণ চলছে। সালাহউদ্দিন লাভলু, মোশাররফ করিম, জাহিদ হাসান থেকে শুরু করে এ প্রজন্মের সবাই রয়েছেন।’

বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘সাত দিনের ঈদ আয়োজনে চারটি ধারাবাহিক ও ১৪টি একক নাটক নির্মিত হবে। এরমধ্যে একটি ধারাবাহিক ও একটি একক বাদে সবকটির নির্মাণ শেষ। নয়টি নাটকের গল্প আমার লেখা। সবকটি নতুন নাটক।’

এদিকে সিমভি অধিকর্তা এস কে সাহেদ আলী পাপ্পু তাঁদের ঈদ পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমাদের প্রযোজনা হাউস থেকে ৭-৮টি নাটক নির্মাণ করছি। আর কিছু ডিজিটাল রাইট কিনছি। অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, অপূর্ব, নিশো, জোভান, ফারহান, তৌসিফ, মেহজাবিন, তানজিন তিশা, কেয়া পায়েল ও সাবিলা নূর।

অন্যদিকে নির্মাতাদের মধ্যে আছেন শিহাব শাহীন, জাকারিয়া শৌখিন, রাফাত মজুমদার রিংকু, মিজানুর রহমান আরিয়ান, মুহিদুল মুহিম, রুবেল হাসান ও মাহমুদ মাহিন।’

বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘ঈদকে সামনে রেখে এখনো প্রস্তুতি চলছে। অনেকের সঙ্গে কথাবার্তা চলছে। ফাইনাল সিদ্ধান্ত অবশ্য ৭-৮ দিন পর বোঝা যাবে। এরমধ্যে সামির আহমেদের নির্মাণে বউ সিরিজের কাজ শেষ। তবে প্ল্যান রয়েছে নাটক ও ভিন্ন রকমের নতুন কিছু শর্টফিল্ম নির্মাণের। আর সহিদ উন নবীর ‘পাফড্যাডি’র লঞ্চিং প্ল্যান রয়েছে।’

আলফা আইয়ের অধিকর্তা ও প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘এবার ভিন্ন কিছু কনটেন্ট প্রতিষ্ঠিত নির্মাতা যেমন তানিম রহমান অংশু, বান্নাহ-এর দিয়ে নির্মাণ করছি। এরমধ্যে দীপ্তটিভির প্রযোজনায় একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছি। আরও বেশ কিছু নাটক ও টেলিফিল্ম হাউস থেকে নির্মিত হবে।’

তবে প্রশ্ন থেকে যায়; এত নাটক-ওয়েব কনটেন্ট যে নির্মিত হচ্ছে, সেসব নিয়ে ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, টিভি প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, অ্যাক্টরস ইকুইটিসহ ১৪টি আন্তঃসংগঠনের নজরদারি আছে কি? এ প্রসঙ্গে কথা হয় অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের সঙ্গে। তিনি জানান, ‘রোজার ঈদের থেকে কোরবানির ঈদের জন্য একটু কম হয়। প্ল্যাটফর্ম বেশি হওয়ার কারণে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না মোট কতটি নির্মিত হচ্ছে। আর শুটিংয়ে কোনো বিধিনিষেধ না থাকলেও পূবাইলে শুটিং করতে সরকারি বিধিনিষেধ চলছে। আলোচনা চলছে, নিরাপত্তা নিয়ে শুটিং করার।’

ডিরেক্টরস গিল্ডের যুগ্ম সম্পাদক পিকলু চৌধুরী জানান, ‘এবার কতটি নির্মিত হচ্ছে, তার কোনো নির্দিষ্ট তালিকা আমাদের কাছে নেই। আর শুটিং স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে কি না তার জন্য আমাদের (আন্তঃসংগঠন) মনিটরিং টিম রয়েছে।’

এবার এনটিভি নিজস্ব প্রযোজনায় মোট ২১টি নাটক নির্মাণ করছে। আর আরটিভির অনুষ্ঠান নির্মাতা, পিআরও এবং ফিল্ম নির্মাণ সমন্বয়ক সুজন আহমেদের কাছ থেকে মোট ৪৪টি একক নাটক (সম্ভাব্য) ও একটি ধারাবাহিক নির্মাণের খবর পাওয়া গেছে। বিটিভি নিজস্ব প্রযোজনায় বেশ কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করছে। নির্মাণের তালিকায় আরও রয়েছে মাছরাঙা, দেশটিভি, দীপ্তটিভি, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, একুশে টিভি, এটিএন বাংলা প্রভৃতি।

এদিকে বিভিন্ন শুটিং হাউসে খোঁজ নিয়ে দেখা গেছে, তারকা নির্মাতা-শিল্পীরা শুটিং নিয়ে ব্যস্ত। উত্তরার ৩ নম্বর সেক্টরের ‘হিমনীড়’ হাউসে তানহা তাসনিয়া তিনটি নাটকের শুটিং করেছেন। সহশিল্পী আফরান নিশো, তৌসিফ ও এফ এস নাঈম। হাতিরঝিলের ঝিলকুটুম রেস্টুরেন্ট ও বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে বঙ্গর ব্যানারে সামির আহমেদের তিন বউয়ের গল্প নিয়ে একটি সিরিজ। উত্তরায় মাহমুদ দিদার ‘পঁচিশ’ শুটিং করেছেন সুনেরাহ, ইয়াশ ও শ্যামলদের নিয়ে।

চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সুজিত বিশ্বাসের লেখা চারটি নাটকের শুটিং করেছেন মিলন ভট্টাচার্য ও মেহেদী হাসান টিংকু। সিমভির ব্যানারে অপূর্ব-মেহজাবিনকে নিয়ে ‘যদি কোনোদিন’ নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। সাইদুর রহমান রাসেল নির্মাণ করেছেন ‘গলাবাজি’ (জাহিদ হাসান)। রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ‘স্বপ্নের নায়িকা’ (তৌসিফ, কেয়া পায়েল), দ্য ডিরেক্টর  (জোভান, সাবিলা, শাহেদ আলী) ও স্বল্পদৈর্ঘ্য ‘স্রোতের বিপরীতে (এ্যালেন শুভ্র, কেয়া পায়েল), সেতু আরিফ নির্মাণ করবেন ‘কাটিং মাস্টার’ (শামিম হাসান সরকার, তানিয়া বৃষ্টি) ও ‘হাসনাত এবং তার বস’ (ইরেশ যাকের, রওনক হাসান, সুষমা সরকার, নিশাত প্রিয়ম ও নিকুল কুমার মণ্ডল), হাসান রেজাউল করছেন ‘বিং ওমেন’ (মিথিলা, ইরফান সাজ্জাদ), দৈব, স্পর্শ, ঘোমটা ও বিষণ্ণ দিনের গল্প’, সহিদ উন নবী ‘কন্টাক্ট’ (ইরেশ যাকের, সুজাত শিমুল, সহিদ উন নবী, আনোয়ার, আবু বকর রোকন), অভ্র মাহমুদের ‘ভুল সময় কিংবা সময়ের ভুল’ (শবনম ফারিয়া, ইরফান), রানা ইব্রাহীমের ‘মোহ’ (আবু হুরায়রা তানভীর, দোলন দে, আফফান মিতুল), মহিদুল মহিমের ‘চুমকি চলেছে একা’ প্রভৃতি।

ঈদের শুটিং নিয়ে আরও ব্যস্ত রয়েছেন মিথিলা, মনোজ, তাসনুভা তিশা, নুসরাত ইমরোজ তিশা, সাফা, প্রভা, মৌসুমী হামিদ, সারিকা, নাবিলা, নাদিয়া মিম, উর্মিলা, রোবেনা রেজা জুঁই, নাদিয়া আহমেদ, তারিন, মম, খায়রুল বাসার, টয়া, শাওন, আবু হুরায়রা তানভীর, পারসা ইভানাসহ অনেকেই। আর নির্মাতাদের মধ্যে সঞ্জয় সমদ্দার, ভিকি জাহেদ, মাহমুদুর রহমান হিমি, আবু হায়াত মাহমুদ, দীপু হাজরা, হিমু আকরাম, হাবিব শাকিল, কাজল আরেফিন অমি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মাবরুর রশীদ বান্নাহ, বি ইউ শুভ, সাখাওয়াত মানিক, অনম বিশ্বাস, গোলাম সোহরাব দোদুলসহ অনেক প্রবীণ-নবীন নির্মাতা ব্যস্ত রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর