প্রকাশ হয়েছে তরুণ কথাসাহিত্যিক মাহতাব হোসেনের লেখা নতুন গান ‘বৃষ্টিতে তুমি এলে’। বৃষ্টিমগ্ন এই সময়ে গানের কথামালায় উঠে এসেছে প্রেম, বিচ্ছেদ আর রৌদ্রদগ্ধ শহর হয়ে ওঠার পূর্বের নগর। উঠে এসেছে শহরতলি ছাড়িয়ে দূর বহু দূরের কোনো বন্দরে একলা বারান্দায় দাঁড়িয়ে থাকা এক তরুণীর কল্পচিত্র।
গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সোহেল রাজ। মিউজিক ভিডিও আকারে ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি, যা সোহেল রাজ নিজেই নির্মাণ করেছেন। এতে মডেল হয়েছেন সোহেল রাজ, বর্ষা বৈরাগি ও এথিনা রায়। গানের ভিডিওটি মুক্তি পেয়েছে ব্লুজ এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে মাহতাব হোসেন বলেন, ‘একটা গল্পকে মাথায় সাজিয়ে গানটা লেখার চেষ্টা করেছি। হয়তো একটা চিত্র ফুটে উঠেছে। সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলাম ইতিবাচক মন্তব্য। তবে সেসবের ওপর পুরোপুরি ভরসা না করে সৃষ্টিকে সময়ের ওপর ছেড়ে দিতে হয়। দেখা যাক, কেমন হলো।’
বিডি-প্রতিদিন/শফিক