ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে আলোচনা ও সমালোচনা যেন থামছেই না। এখনো অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে মুখ খোলেননি নুসরাত বা যশ। কিন্তু দু’য়ে দু’য়ে চার করে নিতে সময় নিচ্ছেন না নেটিজেনরা। এর মধ্যে নতুন করে বোমা ফাটালেন যশ। এই নায়কের ইনস্টাগ্রাম স্টোরি ও স্ট্যাটাসে সেই দ্বন্দ্বের আভাস মিলেছে।
তবে কি নুসরাতকে ঘিরে মা ও বাবার সঙ্গে কোনও বিবাদে জড়িয়েছেন যশ? বুধবার বিকেলে ইনস্টাগ্রামের দেওয়ালে নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন যশ। সঙ্গে অভিনেতা লেখেন, ‘আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি, কিন্তু পরিবারে যারা নিজেদের খুব সৎ বলে পরিচয় দেন, তারা কিন্তু ততটা ধোওয়া তুলসী পাতা নন।’
যদিও পরিবারের সঙ্গে যশের এই বিবাদের জল্পনা উস্কে দিয়েছে এদিন দুপুরের যশের একটি ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে পরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যশ। অভিনেতা লিখেছেন, ‘পরিবার হল আমাদের সকলের কাছে সবচেয়ে সুরক্ষিত স্থান, কিন্তু কখনও কখনও এটাই সেই জায়গাতেও পরিণত হয় যা আমাদের সবচেয়ে বেশি মনকষ্ট দেয়’।
যশের এই স্টোরি দেখে অনেকের মনেই প্রশ্ন, পরিবারের কোন মানুষের কাছ থেকে পাওয়া আঘাতের জেরে মনকষ্টে ভুগছেন যশ? তবে কি নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ককে ঘিরে পরিবারের সঙ্গে মনোমালিন্যে জড়িয়েছেন যশ? অপর এক ইনস্টা স্টোরিতে যশের বার্তা- ‘আমি তারই প্রতি অনুগত, যে আমার অনুগত।’
বিডি-প্রতিদিন/শফিক