বলিউড অভিনেতা দিনো মোরিয়ার ১.৪ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
জানা গেছে, সাড়ে ১৪ হাজার কোটি রুপির ব্যাংক দুর্নীতিকাণ্ডে জড়িত থাকায় এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া এই ঘটনায় অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খানের বাবা অভিনেতা সঞ্জয় খান, তার প্রাক্তন জামাই (ফারাহ খানের স্বামী) ডিজে আকিল এবং কংগ্রেস নেতা আহমেদ পাতিলের জামাই ইরফান আহমেদ সিদ্দিকির সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি।
প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ভিত্তিতেই চারজনের এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বাজেয়াপ্ত করা মোট সম্পতির মূল্য ৮.৭৯ কোটি রুপি।
গুজরাটের দুই ব্যবসায়ী নীতিন এবং চেতন সান্দেসারার বিরুদ্ধে ঋণের মাধ্যমে ১৪ হাজার ৫০০ কোটি রুপির জালিয়াতির ঘটনা তদন্ত করতে গিয়েই এই চারজনের যোগসূত্র খুঁজে পান ইডির কর্মকর্তারা। বাজেয়াপ্ত সম্পত্তির হিসাব এই চারজনের কাছে পাওয়া যায়নি বলে ইডি কর্মকর্তাদের দাবি।
বিডি প্রতিদিন/কালাম