২৭ জুলাই, ২০২১ ১৬:৩১

বাবার অভিভাবকত্ব বাতিলের আবেদন নিয়ে ফের আদালতে ব্রিটনি

অনলাইন ডেস্ক

বাবার অভিভাবকত্ব বাতিলের আবেদন নিয়ে ফের আদালতে ব্রিটনি

বাবা জেমি স্পিয়ার্স ও ব্রিটনি স্পিয়ার্স

২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইনের অধীনে আদালতের আদেশে পপ তারকা ব্রিটনির বাবা জেমিকে মেয়ের সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়। সে সময় উদ্বেগ ও অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ব্রিটনি স্পিয়ার্সকে। ফলে গত ১৩ বছর ধরে ব্রিটনি স্পিয়ার্সের ব্যক্তিগত ও আর্থিক সবকিছু নিয়ন্ত্রণ করছেন তার বাবা। কিন্তু গত বছরের নভেম্বরে লস অ্যাঞ্জেলেস আদালতে ব্রিটনির বাবার আইনি অভিভাবকত্ব বাতিলের জন্য আবেদন করেন তার আইনজীবী। 

বারবার বাবার সেই অধিকার বাতিলের আবেদন করে আদালতে প্রত্যাখ্যাত হয়েছেন ৩৯ বছর বয়সী এই গায়িকা। জিম্মাদশার বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য সম্প্রতি তিনি ম্যাথিউ রোজেনগার্ট নামক নতুন একজন আইনজীবী নিয়োগ দেন।

গতকাল সোমবার রোজেনগার্ট আদালতের কাছে আবারও ব্রিটনির ৬০ মিলিয়ন ডলারের সম্পত্তির নিয়ন্ত্রক ও সংরক্ষণক হিসেবে তার বাবাকে অপসারণের জন্য পিটিশন দায়ের করেন।  

আদালতের কাছে ম্যাথিউ অনুরোধ করেন দ্রুত যেন জেমি স্পিয়ার্সকে সরিয়ে ব্রিটনির সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সার্টিফায়েড (স্বীকৃত) পাবলিক অ্যাকাউন্ট্যান্ট জেসন রুবিনের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ সেপ্টেম্বরে, লস এঞ্জেলেস সুপিরিয়র কোর্টে।

সূত্র : রয়টার্স 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর