করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়ক সাইমন সাদিক। গত ৮ আগস্ট তার করোনা পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার ১২ দিন পর আজ শুক্রবার করোনামুক্ত হলেন ঢাকাই সিনেমার এ নায়ক।
সুখবরটি তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ‘পোড়ামন’খ্যাত এই নায়ক এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার করোনা নেগেটিভ এসেছে। সবার কাছে অশেষ কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, কঠোর লকডাউনে কোনো ছবির কাজ করেননি সাইমন। গত ১ আগস্ট করোনা টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছেন। তবে টিকা গ্রহণের দু’দিন পরই জ্বরে আক্রান্ত হন তিনি। এর আগে, সাইমনের মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনিও এখন সুস্থ রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক