ভয়াল ২১ আগস্ট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান আজ শনিবার রাত ৯টায় প্রচারিত হবে।
অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে থাকছেন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী ও বিশিষ্ট সমরবিদ রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন সাখাওয়াত হোসেন মিঠু।
অনুষ্ঠানের আলোচনায় উঠে এসেছে ২০০৪ এর ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার উপর বর্বর গ্রেনেড হামলার পূর্বাপর ঘটনা চিত্র। প্রাসঙ্গিকভাবে ওঠে এসেছে প্রগতি ও শান্তির সংগ্রামের ইতিবৃত্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন