‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’- মাশরাফি জুনিয়র। বিয়ে নিয়ে বাড়ির বড়দের প্ল্যান জানতে এবার মণি আয়ান নামে এক দুঃসাহসী কাজে। এদিকে, বিয়ের তোড়জোড় শুরু করে দিলারা আর আলিয়া। কোনভাবে নিজের বাগে আনতে না পেরে চেয়ারম্যানকে জড়িয়ে এবার রুনার চরিত্রে অপবাদ দেয় সাদিক। ওদিকে দাদাভাই অবৈধ ব্যবসায় মানিককে পারদর্শী করতে চাইলেও মানিকের মাথায় থাকে ভিন্ন চিন্তা! মণি আয়ান কি বুদ্ধি দিয়ে বিয়ে ঠেকাতে পারবে নাকি নিজের জেদ রাখতে সাদিক বিয়েটা করবেই?
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।
নাটকটিতে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অনেকে। টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভির ইউটিউবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির