গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এখন সরকার গঠনে মনোযোগ দিচ্ছে তালেবান। এই পরিস্থিতিতে দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী মাহিকা শর্মা। খবর নিউজ ১৮ বাংলার।
তিনি এক টুইট বার্তায় তালেবানের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কীভাবে নারীদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালেবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে। ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কীভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে আর আমি ওদের জন্য সরব হচ্ছি, ওদের গণতন্ত্রের জন্য।’
এদিকে, তালেবানের ক্ষমতা দখলের পর বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। ভারতও নিজ দেশের নাগরিকদের সরিয়ে আনতে শুরু করেছে। কাবুল থেকে ফিরেছেন দুই বাঙালি তমাল ভট্টাচার্য ও স্বরজিৎ মুখোপাধ্যায়। যদিও তারা তালেবানের ভিন্ন গল্প শুনিয়েছেন ভারতীয় মিডিয়াকে। দেখা গেছে, ভারতে ফিরেই তালেবানদের প্রশংসায় পঞ্চমুখ এই দুই ভারতীয়।
বিডি-প্রতিদিন/শফিক