আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ার পর ভয়ে দিন পার করছেন সেখানকার মানুষ। দেশটির আনাচে কানাচে কত মানুষ যে দুশ্চিন্তার বিনিদ্র রজনী কাটাচ্ছেন, তার ইয়ত্তা নেই। আর এই অস্থির অবস্থায় এবার বিয়ে নিয়ে সংশয়ে ‘বিগ বস’খ্য়াত অভিনেত্রী আরশি খান। হঠাৎই আরশি জানান, চলতি বছরের শেষে এক আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ের কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে কিভাবে সম্ভব?
‘বিগ বস’ শোয়ের কল্যাণে এখন আরশি খানকে চেনে গোটা ভারত। টেলিভিশন থেকে ওয়েব সিরিজ পরিচিত এই অভিনেত্রী এবার মুখ খুললেন আফগানিসস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে। আরশি জানান, চলতি বছরের অক্টোবরে বাগদান হওয়ার কথা ছিলএক আফগান ক্রিকেটারের সঙ্গে। তবে এই পরিস্থিতিতে বিয়ে এখন অসম্ভব। কিন্তু কে সেই আফগান ক্রিকেটার? তার নাম অবশ্য গোপনই রেখেছেন আরশি।
আরশি জানিয়েছেন, “আফগান ক্রিকেটারটি তার বাবার বন্ধুর পুত্র। আমার সঙ্গে কথাবার্তাও হয়ত নিয়মিত। আমরা বন্ধুর মত ছিলাম।” ছিলাম মানে? তবে কি এই পরিস্থিতিতে চার হাত এক হচ্ছে না আফগান ক্রিকেটারের সঙ্গে আরশির? জল্পনায় পানি ঢেলে আরশি জানান, “আমার পরিবার নিশ্চয়ই এবার আমার জন্য যোগ্য ভারতীয় পাত্র খুঁজবে।”
আরশি খানের সঙ্গে আফগানিস্তান যোগ কিভাবে তৈরি হল? আরশি জানান, “আমরা আফগানি পাঠান। আমাদের পরিবারের শিঁকড় রয়েছে সেই দেশে। আমার দাদা আফগানিস্তান থেকে এসেছিলেন এই দেশে। তিনি ভোপালের জেলার ছিলেন। তবে আমি নিজেকে ভারতীয় মনে করি। আমার অভিভাক ও দাদা-দাদীর মত।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত