জনপ্রিয় সুপারহিরো সিরিজ ‘স্পাইডারম্যান’-এর নতুন কিস্তি ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’র অফিশিয়াল ট্রেইলার ‘অ্যাভেঞ্জার : এন্ডগেম’র ট্রেইলারের গড়া রেকর্ড ভেঙে দিয়েছে। মুক্তির ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ট্রেইলারটি দেখা হয়েছে ৩৫৫.৫ মিলিয়ন বার। একই সময়ে ‘অ্যাভেঞ্জার : এন্ডগেম’র ট্রেইলার দেখা হয়েছিল ২৮৯ মিলিয়ন। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার : এন্ডগেম’ ছবিটি মুক্তি পেয়েছিল।
সনি ফিকচারের ভাষ্য অনুযায়ী, প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি বার মেনশন করা ট্রেইলারের তকমাও পেয়েছে ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’র ট্রেইলার। এটি মেনশন করা হয়েছে ৪.৫ মিলিয়ন বার। যুক্তরাষ্ট্রেই মেনশন করা হয়েছে ১.৯৪ মিলিয়ন বার যা এন্ডগেমের ট্রেইলার মেনশন করা সংখ্যার দ্বিগুণ। অথচ মুক্তির একদিন আগেই ফাঁস হয়েছিল ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’র ট্রেইলার।
বড়দিন উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন টম হল্যান্ড, জেন্দায়া ও বেনেডিক্ট কাম্বারব্যাচ। ছবিটি পরিচালনা করেছেন জন ওয়াটস।
সূত্র : ভ্যারাইটি সাময়িকী
বিডি প্রতিদিন/ফারজানা