এমটিভির বার্ষিক ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) এর আসরে বর্ষসেরা শিল্পীর পুরস্কার জিতলেন জাস্টিন বিবার। ৬ বছর পর ভিএমএর মঞ্চে হাজির হলেন বিবার। পুরস্কার গ্রহণ করে ২৭ বছর বয়সী বিবার বলেন, ‘মানুষের কাছে পৌঁছানো এবং সবাইকে এক করার সেরা উপায় হলো সঙ্গীত।’
বর্ষসেরা দল ও একক গান ‘বাটার’র জন্য সেরা কোরিয়ান পপের পুরস্কার পেয়েছে বিটিএস। বর্ষসেরা ভিডিওর পুরস্কার পেয়েছেন র্যাপার লিল নাস এক্স। সেরা নবাগত শিল্পী, বর্ষসেরা গানসহ তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ১৮ বছরে অলিভিয়া রদ্রিগো।
এমটিভি চ্যানেল হিসেবে যাত্রা শুরুর ৪০ বছর পূর্তি উদযাপন করা হয় এ বছর। পপসম্রাজ্ঞী ম্যাডোনারও সঙ্গীতজীবনের ৪০ বছর পূর্তি। তিনিই এবারের আসরের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ম্যাডোনা বলেন, ‘তারা বলে আমরা থাকবো না। কিন্তু আমরা এখনো আছি।’
বিডি প্রতিদিন/ফারজানা