মাদককাণ্ডে ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার বিপাকে পড়েছেন শাহরুখ খান। এরইমধ্যে শুটিং বাতিল করেছেন। ছেলের হয়ে আইনজীবী নিয়োগ দিয়েছেন। অনেকেই আরিয়ানের সমালোচনায় মেতেছেন। বলিউড তারকাদের মাদক সংশ্লিষ্টতা নিয়েও নানা কথা উঠেছে। শাহরুখ এমন বিপদের দিনে পাশে পেয়েছেন বন্ধু সালমান খানকে। খবর শোনার পরই সালমান শাহরুখের বাড়িতে যান। পাশে থাকার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠিও।
পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী পূজা ভাটও। টুইটারে পূজা লিখেছেন, ‘শাহরুখ, আমি তোমার পাশে আছি। এ জন্য না যে সাহায্য তোমার প্রয়োজন। তোমার পাশে আছি। এই কঠিন সময়ও পেরিয়ে যাবে।’
অভিনেত্রী ও গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি টুইটারে লিখেছেন ,‘একজন অভিভাবকের পক্ষে সন্তানের খারাপ সময় দেখার থেকে কঠিন কিছু নেই। সবার জন্য প্রার্থনা রইল।’
চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা টুইটারে লিখেছেন, ‘বিপদে পড়া সন্তানের জন্য বাবা-মায়ের লড়াই অনেক কষ্টের। আইনের বিচারের আগেই মানুষ বিচার করতে বসায় তা আরও জটিল হয়ে যায়। এটা বাবা-মা ও তার সন্তানের সম্পর্কেও খারাপ প্রভাব ফেলে।’
বিডি প্রতিদিন/ফারজানা