বাংলা চলচ্চিত্রের ‘মেগাস্টার’ উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি আর নেই। বুধবার দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা উজ্জ্বল নিজেই। তিনি বলেন, দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।
মেরিনা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। আজ বাদ আসর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানান উজ্জ্বল।
বিডি-প্রতিদিন/শফিক