সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিদ্রুপ করা হয় তারকাদের নিয়ে। তারকাদের পরিবারের সদস্যরাও বাদ যায় না এসব থেকে। এ নিয়ে অনেক প্রতিবাদ হলেও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী আছেন যারা কোনো কারণ ছাড়াই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অসম্মানজনক মন্তব্য করে বেড়ান। এতে ক্ষিপ্ত হয়েছেন ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ।
ফেসবুকে স্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন সিয়াম। সেখানেই অনেক ভালো মন্তব্যের পাশাপাশি অনেক খারাপ মন্তব্যও এসেছে। যারা এমন মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে সিয়াম ফেসবুকের মন্তব্যের ঘরে লিখেছেন:
‘‘আপনারা যখন আমার পরিবার নিয়ে কিছু লিখবেন তখন ‘সম্মান’ শব্দটা মাথায় রাখবেন। সবার কাছ থেকে এটুকু অন্তত আশা করতেই পারি। আমি যখন মন্তব্যগুলো দেখি তখন মানুষ নামের এসব প্রাণীদের আচরণে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
আমাকে আপনারা ভালোবেসেছেন, দোয়া করেছেন। আমার নিজের পরিবারের জন্যও আপনাদের থেকে তাই আশা করি। এই চাওয়াটা কি খুবই বেশি?
সবাইকে ধন্যবাদ।’’
বিডি প্রতিদিন/ফারজানা