২৩ জানুয়ারি, ২০২২ ১৭:৩৮

‘নোট দিয়ে ভোট কেনা’ গান নিয়ে এবার মুখ খুললেন আনোয়ারা

অনলাইন ডেস্ক

‘নোট দিয়ে ভোট কেনা’ গান নিয়ে এবার মুখ খুললেন আনোয়ারা

ফাইল ছবি

‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ গান শুনে কষ্ট পেয়েছেন জানিয়ে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বলেছেন, ‘গানটা আমার কাছে ভালো লাগেনি। শিল্পী সমিতির নির্বাচনে টাকার কথা আসবে কেন? এত বছরের অভিনয় জীবনে এসব দেখিনি। আমার কাছে মনে হয়, আমরা জোকারে পরিণত হচ্ছি। আমাদের সবার বুঝে শুনে ভোট দেওয়া প্রয়োজন।’

আজ রবিবার দুপুরে রাজধানীর পন্থপথে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনোয়ারা আরও বলেন, ‘মিশা-জায়েদ প্যানেল শিল্পীদের জন্য করোনার সময়ে যথেষ্ঠ কাজ করেছে। অনেক বড় বড় নায়ক আছেন, কোথায় তারা? খোঁজ তো নেয়নি। শিল্পী সমিতির কমিটিতে যারা ছিলেন তারাই খোঁজ নিয়েছেন। যাই হোক নির্বাচনে জয়-পরাজয় থাকবে। দুই প্যানেলের জন্য শুভ কামনা রইলো।’

এসময় গুণী এই অভিনেত্রী প্রশ্ন রেখে বলেছেন, ‘একজন বলেছেন, সিনিয়র-জুনিয়র সবাই এক! তাদের কাছে আমরা সম্মান আশা করবো কীভাবে? আরেকজন বলেছেন, শিল্পী সমিতির উন্নতি চাই না, কাজ চাই। শিল্পী সমিতির উন্নতি না হলে কাজ হবে কীভাবে?’

উল্লেখ্য, এর আগে ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ গান নিয়ে মুখ খুলেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। এবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার প্যানেলের বিপক্ষে লড়বে জায়েদ খান ও মিশা সওদাগর প্যানেল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ জোসেন। 

এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে। আগামী ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বৈঠক ডাকা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর