৫ বছর প্রেম করার পর গত পহেলা বৈশাখে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আজ সোমবার সকালে একটি ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘আমাদের সন্তান শীঘ্রই আসছে।’ ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে দেখা গেছে, আলিয়া হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। আল্ট্রাসোনোগ্রাফি চলছে। আলিয়ার মুখে হাসি। ছবিতে আরেক ব্যক্তিকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আলিয়ার স্বামী রণবীর।
পোস্টটি করার পর নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন আলিয়ার মা সোনি রাজধান, রণবীরের বোন রিধিমা কাপুর, পরিণীতি চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, পরিচালক করণ জোহর, রণবীরের শমসেরা ছবির সহশিল্পী বানী কাপুর, অভিনেত্রী রাকুল প্রীতসহ অনেকে।
বিয়ের পরপরই হলিউড ছবির শুটিংয়ের জন্য ভারত ছাড়েন আলিয়া। রণবীর ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘শমসেরা’ ছবির প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যেই সুসংবাদ দিলেন আলিয়া।
‘ব্রহ্মাস্ত্র’ আলিয়া ও রণবীর জুটির প্রথম ছবি। ছবিটি করতে গিয়ে প্রেমে পড়েন দুজনে। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনি রায়।
বিডি প্রতিদিন/ফারজানা