প্রথমবারের মতো সিনেমায় গাইলেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। ক্যারিয়ারের এক যুগ পর এসে প্লেব্যাকে লুইপার অভিষেক হচ্ছে রবিউল ইসলাম জীবনের লেখা গান দিয়ে। ঈদুল আজহায় মুক্তির প্রতীক্ষায় থাকা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় গেয়েছেন তিনি। ‘ধীরে ধীরে’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। লুইপার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠও দিয়েছেন ইমন।
লুইপা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই রবিউল ইসলাম জীবনের সঙ্গে আমার মিউজিকাল বোঝাপড়াটা চমৎকার। আমার প্রথম অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন তিনি। প্রথম প্লেব্যাকও করলাম তার কথায়। এটা আমার জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা জীবন ভাই ও ইমন ভাই মিলে আমাকে চমৎকার একটা গান উপহার দিয়েছেন।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘সময়ের দুর্দান্ত মেধাবী গায়িকাদের একজন লুইপা। ভালোভাবে নিজেকে প্রস্তুত করেই সে সামনে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে কাজ করা আমি সবসময়ই উপভোগ করি। সিনেমার এই গানটি সে অসাধারণ গেয়েছে। আমাদের কথা-সুরের সঙ্গে তার গায়কী গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। বেঁচে থাকার মতো একটি গান হয়েছে এটি।’
আসছে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে লুইপার প্রথম প্লেব্যাক করা সিনেমা ‘পরাণ’। গানটির সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এরইমধ্যে সিনেমাটির ট্রেলার বেশ আলোচনায় এসেছে। এই গান এবং সিনেমা দু’টিই মানুষের ভালো লাগবে বলে প্রত্যাশা এই গায়িকা ও গীতিকারের।
বিডি-প্রতিদিন/শফিক