মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মুখে ‘ওন্ডার’ ওয়ার্ল্ড ট্যুর বাতিল করেছেন কানাডিয়ান সঙ্গীতশিল্পী শন ম্যান্ডেস। গতকাল শনিবার ইনস্টাগ্রামে এ বিষয়ে একটি বিবৃতি পোস্ট করেছেন তিনি। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন অবসর পেয়েছিলেন শন ম্যান্ডেস। ভেবেছিলেন তিনি অনুষ্ঠান করার জন্য তৈরি। তবে এখন তার মনে হচ্ছে, অনুষ্ঠান শুরুর সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করে ফেলেছেন তিনি।
শন ম্যান্ডেস লিখেছেন, বলতে ভীষণ কষ্ট লাগছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আগামী তিন সপ্তাহের শো আমি বাতিল করতে যাচ্ছি। আমার প্রতিনিধি দল ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমি কিছু সময় বিরতি নিচ্ছি। আমার নিজের ও মানসিক স্বাস্থ্যের জন্য বিরতি নেওয়াটা প্রয়োজন।
শন আরও লিখেছেন, আমি ১৫ বছর বয়স থেকে অনুষ্ঠানে পারফর্ম করছি। পরিবার ও বন্ধুদের থেকে দূরে থেকে দিনের পর দিন এসব অনুষ্ঠান করে যাওয়া সত্যিই কঠিন। কয়েক বছর বিরতি নেওয়ার পর আমি ভেবেছিলাম আমি প্রস্তুত। কিন্তু সিদ্ধান্তটা ঠিক ছিল না। দীর্ঘ পথচলার ক্লান্তি আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি।
সূত্র: হলিউড রিপোর্টার
বিডি প্রতিদিন/ফারজানা