সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের মানহানি মামলায় হলিউড অভিনেতা জনি ডেপের জীবনে জল ঘোলা কম হয়নি। যদিও শেষ পর্যন্ত সে মামলার তিনিই জয় পেয়েছেন। যে রায়ের পর সবাই যখন ভাবছিল সবকিছু চুকে গেছে, তখনই আবার প্রকাশিত হলো আদালতের নথিপত্র। খবর জিও টিভির।
সম্প্রতি ডেপ-হার্ডের মধ্যকার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যেখানে অ্যাম্বার হার্ড অভিনীত সিনেমাগুলোকে ‘ফালতু’ বলেছেন ডেপ! ফাঁস হওয়া কথপোকথনে হার্ড বলেন, তুমি আমাকে কতটা সাহায্য করেছো? ডেপ বলেন, আমি সবটাই বুঝে গিয়েছিলাম কারণ আমি কখনো কোনো ফালতু সিনেমা করিনি। আমি কখনো ভুল করিনি, আমি সবসময়ই নিখুঁত ছিলাম।
এর জবাবে হার্ড বলেন, হ্যাঁ, হ্যাঁ, তুমি সবকিছু বুঝে গেছো... তুমিতো শুধু টিভি শো করে বেড়িয়েছো, এখন তোমার সবকিছু সঠিক হয়ে গেছে! নিজের কথা শেষ করার আগে অ্যাম্বার হার্ড বিদ্রুপ করে এও বলেন, হ্যাঁ, তুমি একজন সিনেমা বিশারদ! ঈশ্বর, আমি যদি এমন নিঁখুত হতে পারতাম!
বিডি-প্রতিদিন/শফিক