ভোলায় ড্রাগন, ক্যাপসিক্যাম, মালটা, আনার, গ্রীষ্মকালীন টমেটোসহ বিভিন্ন উচ্চমূল্যের ফসলের চাষাবাদ ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ রবিবার সকালে ভোলা সদর উপজেলা কৃষিক প্রশিক্ষণ হলরুমে চার দিনব্যপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভোলা জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ মো. হাসান ওয়ারিসুল কবির।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ এবং কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন জাইকা প্রকল্পের প্রতিনিধি কাজী এনামুল হক, সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চমূল্যের ফসল ফলানোর জন্য কৃষককে ফসলের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। পাশাপাশি আধুনিক পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারেও সচেতন হতে হবে। প্রশিক্ষণে কৃষকদেরকে এসব বিষয়ে মাঠ পর্যায়ে হাতে কলমেও প্রশিক্ষণ দেয়া হবে। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ