২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০০

আইসোলেশনে অভিনেত্রী আঁখি

অনলাইন ডেস্ক

আইসোলেশনে অভিনেত্রী আঁখি

ফাইল ছবি

হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে অভিনেত্রী শারমিন আঁখিকে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আঁখি বর্তমানে আইসোলেশনে আছেন।

তিনি আরও বলেন, ‘আঁখি মোটামুটি আছেন। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রবিবার তার ড্রেসিং খোলা হবে।’ এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, আঁখির শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিইউতে রাখা হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বাথরুমে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন শারমিন আঁখি। প্রথমে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের এইচডিইউতে ভর্তি করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর