এবছর ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। চার বছর পর পর্দায় ফিরেই বাজিমাত, ব্যবসায়িক সাফল্যেও সিনেমাটি রেকর্ড গড়েছে।
তবে আরও একটা চমকপ্রদ কাণ্ড ঘটেছে। শাহরুখের এই ছবির কারণেই ৩২ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল। প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিয়ে পাঠান দেখতে যান কাশ্মীরিরা।
এ বার খোদ শাহরুখ খানই হাজির কাশ্মীরে। উপলক্ষ তার পরের সিনেমা ‘ডাঙ্কি’র গানের দৃশ্যায়ন।ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, এরইমধ্যে সোনমার্গ পৌঁছেছেন সিনেমার পরিচালক রাজকুমার হিরানী ও নৃত্য পরিচালক গণেশ আচার্য। অপেক্ষা এখন শাহরুখের।
দিন কয়েক আগেই কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ান কাশ্মীরে তাদের ছবি ‘সত্যপ্রেম কি কথা’র শুটিং সেরে ফিরলেন। তার কয়েকদিন আগেই আলিয়া ভাট ও রণবীর সিংও যান তাদের আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহিনী’র একটি গানের দৃশ্যের শুটিং সারতে। এ বার শাহরুগ গেলেন ভূস্বর্গে।
বিডি প্রতিদিন/নাজমুল