হুট করেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা জানালেন বলিউড তারকা কাজল। টুইটার ও ইনস্টাগ্রামে তিনি এই ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শুক্রবার দেওয়া ঘোষণায় কাজল জানিয়েছেন, তিনি জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন।
ইনস্টাগ্রামের সব পোস্টও মুছে ফেলেছেন কাজল। তবে টুইটারে পোস্টগুলো বহাল আছে।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বাজিগর’, ‘দুশমন’, ‘কুচ কুচ হোতা হ্যায়’সহ বেশ কয়েকটি দুর্দান্ত জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। তবে কঠিন সময়ের বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি কাজল। এই নায়িকা ঘনিষ্ঠ কারো কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্যও আপাতত পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল