আগামীকাল ১৬ জুন বঙ্গ অ্যাপে মুক্তি পেতে পাচ্ছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও রাম চরণ অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ইভারু’। বাংলা ডাবিং সংস্করণে সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘রিভেঞ্জ’।
আল্লু অর্জুন ও রাম চরণ ছাড়াও তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন লাস্যময়ী অভিনেত্রী শ্রুতি হাসান, এমি জ্যাকসন, কাজল আগরওয়াল প্রমুখ। ‘রিভেঞ্জ’ রচনা ও পরিচালনা করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী পরিচালক ভামসি পাইডিপাল্লি।
প্রেমিকা দীপ্তিকে (কাজল আগারওয়াল) বাঁচাতে গিয়ে সত্যর (আল্লু অর্জুন) চেহারার অর্ধেকসহ পুরো শরীর আগুনে ঝলসে যায়। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে ডাক্তার সিদ্ধান্ত নেন প্লাস্টিক সার্জারির মাধ্যমে সত্যকে সারিয়ে তোলার। ১০ মাস কোমায় থাকার পর নতুন চেহারা নিয়ে জেগে ওঠে সত্য (রাম চরণ)। তখন প্রেমিকা হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা থেকে গল্পে নতুন মোড় নেয়।
বিডি-প্রতিদিন/শফিক