ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি বাংলাদেশের জনপ্রিয় তারকা তাহসানকে ফলো করেন- এমন সংবাদ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই তাহসানকে আনফলো করে দেন এই নির্মাতা।
বুধবার সকালে ফলো দেখালেও দুপুরের পর থেকে তাহসানকে ফলো করছেন না সৃজিত। যদিও এর আগে, সৃজিত ফেসবুকে একমাত্র তাহসানকেই ফলো করতেন। অধিকাংশ মানুষ যেখানে স্ত্রীর প্রাক্তনের নামই শুনতে পারেন না, সেখানে ফেসবুকের পাতায় ব্যতিক্রমই দেখা যায় নির্মাতা সৃজিতকে। যদিও এ নিয়ে কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, তাহসান ও মিথিলা ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১১ বছরের মাথায় ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে ২০১৯ সালে সৃজিতকে বিয়ে করেন মিথিলা।বিডি-প্রতিদিন/শফিক