বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছেন মার্কিন জনপ্রিয় গায়ক নিক জোনাসকে। এরপর থেকে ভারতীয় এই অভিনেত্রীর নামের সঙ্গেও যুক্ত হয়েছে জোনাস পদবি। এবার সেই জোনাস পরিবারে ভাঙনের সুর।
পেশাগত দিক থেকে অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ‘জোনাস ব্রাদার্স’। কেভিন জোনাস, জো জোনাস ও নিক জোনাসের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’। একাধিকবার ভাঙাগড়ার পর অবশেষে থিতু হয়েছে এই ব্যান্ড। প্রকাশিত হয়েছে গানের অ্যালবাম। গত আগস্ট থেকে ট্যুরেও বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আপাতত সেই ‘দ্য ট্যুর’-এই ব্যস্ত জোনাস পরিবারের তিন ভাই। এর মধ্যেই এল দুঃসংবাদ। বিয়ের বছর চারেক পরে নাকি বিচ্ছেদের পরে হাঁটছেন জো জোনাস ও তার স্ত্রী সোফি টার্নার।
গত ১২ আগস্ট থেকে ‘দ্য ট্যুর’-এ বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আমেরিকার বিভিন্ন শহর ঘুরে ঘুরে অনুষ্ঠান করছেন তিন ভাই। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে দেখা যায়, জো-এর হাত থেকে তার বিয়ের আংটি উধাও। শুধু অনুষ্ঠানেই নয়, সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তাতেও জো-কে দেখা গিয়েছিল তার বিয়ের আংটি ছাড়াই। তখন থেকেই শুরু হয় জল্পনা।
তবে কি জো ও সোফির সুখের সংসারে চিড় ধরেছে? শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই নাকি কলহ লেগেই রয়েছে জো ও সোফির মধ্যে। ‘দ্য ট্যুর’ চলাকালীন দুই সন্তানের দায়িত্ব একা হাতে সামলাচ্ছেন জো। সোফি নাকি তেমনভাবে সময়ই দিচ্ছেন না পরিবারকে। অথচ, ‘গেম অব থ্রোন্স’-এর সৌজন্যে জনপ্রিয়তা অর্জন করার পর তেমন কোনও উল্লেখযোগ্য কাজও করেননি সোফি। হলিউডে কানাঘুষা, সোফির উদাসীনতাই নাকি তার ও জোয়ের মধ্যে বিবাদের মূল কারণ।
২০১৬ সাল থেকে একে অপরকে ব্যক্তিগতভাবে চেনেন জো ও সোফি। প্রেমে পড়তে তেমন সময় লাগেনি দুই তারকার। সোফির জীবনের অন্যতম দুর্বল মুহূর্তে তার পাশে ছিলেন জো। ২০১৯ সালে লাস ভেগাসে বিয়ে সারেন যুগল। চলতি বছরের প্রথম দিকে হলিউডের ‘ওয়াক অব ফেম’-এ জায়গা পায় ‘জোনাস ব্রাদার্স’। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সোফি। যদিও সম্প্রতি ‘জোনাস ব্রাদার্স’-এর কোনও কনসার্টেই দেখা মেলেনি ‘গেম অব থ্রোন্স’ খ্যাত তারকার। সূত্র: ডেইলি মেইল, টিএমজেড, পিংকভিলা
বিডি প্রতিদিন/কালাম