রবিবার গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। তারপর প্রায় গোটা সন্ধ্যা কেটে গেছে তখনও প্রকাশ্যে আসেনি নবদম্পতির বিয়ের ছবি। একটা লম্বা সময় পর মাঝরাতে এল রাঘব-পরিণীতির প্রথম ছবি।
যদিও বিয়ের ছবি এসেছে সোমবার সকালে। মাঝরাতে ছবিটি ছিল তাদের ‘রিসেপশন পার্টি’র। গোলাপি সিমারি শাড়িতে পরিণীতি, খুব বেশ রূপটানের ছোঁয়া নেই। গলায় চোকার, সিঁথিতে চিলতে সিঁদুর ও হাতে গোলাপি চূড়া। স্ত্রীকে বাহুডোরে আগলে দাঁড়িয়ে রয়েছেন রাঘব। অভিনেত্রীর এই ছবি দেখেই কটাক্ষের শুরু। নেটিজেনরা মোটেও ভালভাবে নেননি অভিনেত্রীর এমন হালকা সাজপোশাক।
বিয়ের পোশাক হবে প্যাস্টেল রঙের। বলিউডে এই প্রথা শুরু করেন আনুশকা শর্মা। তারপর একে একে সব অভিনেত্রীই প্রায় সেই পথে হেঁটেছেন। যেমন আলিয়া ভাট, কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া। তবে আনুশকা ও আলিয়ার পোশাক ছাড়া এমন হালকা রঙের লেহঙ্গায় নতুন কনে বেমানান বলেই মনে করেছেন অধিকাংশ নেটাগরিক। তাই কিয়ারা আদভানি বিয়ে ও রিসেপশনের সাজপোশাক নিয়ে যেমন কটাক্ষ হয়েছিল। সেই একই ঘটনার পুনারবৃত্তি হল পরিণীতির ক্ষেত্রে। বিয়ে মানেই যে ভারী গয়না, খুব ঝলমলে পোশাক— তার বাইরে গিয়ে সাদামাটা সাজেই আস্থা রাখছেন অভিনেত্রীরা সেটা আবার নেটাগরিকদের বিশেষ মনে ধরেনি। তাই কেউ পরিণীতির উদ্দেশে লিখেছেন, “কে বলবে ইনি নতুন কনে।”
কেউ আবার লিখেছেন, “এত সাদামাটা সাজ মনেই হচ্ছে না নতুন বিয়ে হয়েছে।”
যদিও এর মাঝেই অভিনেত্রীর পক্ষ নিয়েছে একাংশ। তারা আবার পরিণীতির হয়ে জবাব দিয়েছেন ট্রোলারদের। দুপুরে বিয়ে, রাতে রিসেপশন, তাই এত তাড়াহুড়োর মাঝে হয়তো খুব বেশি সাজগোজের সময় পাননি অভিনেত্রী — এমনই ধারণা একাংশের। রবিবার ধুমধাম করে বিয়ের পর সোমবার দুপুর নাগাদ স্বামীর হাত ধরে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী।
বিডি প্রতিদিন/আজাদ