১১ অক্টোবর, ২০২৩ ১৪:১৫

রণবীর-রাশমিকার ‘অ্যানিমেল’ ছবির মুক্তি নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

রণবীর-রাশমিকার ‘অ্যানিমেল’ ছবির মুক্তি নিয়ে শঙ্কা

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মান্দানা এখন ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ছবির প্রচার ঝলকে বলে দিয়েছিল, অ্যাকশনে ভরপুর এই সিনেমায় ভয়ঙ্কর সব কাণ্ড করবেন রণবীর কাপুর। তাছাড়া প্রথমবারের মতো রাশমিকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে এই নতুন জুটিকে বড়পর্দায় দেখার। তাদের সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন রাশমিকা নিজেই। সম্প্রতি একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় গান’। যা প্রকাশ পেতেই লুফে নিয়েছেন নেটিজেনরা। তবে সিনেমাটি দর্শক আগ্রহের কেন্দ্রে থাকলেও নির্ধারিত সময় পর্দায় আসবে কি-না তা নিয়ে বেশ সংশয় রয়েছে।

যদিও এর আগে নির্মাতা জানিয়েছিলেন আসছে ডিসেম্বরে মুক্তি পাবে অ্যানিমেল। তবে একই সময় প্রেক্ষাগৃহে আসবে বর্তমানে একের পর এক বক্স অফিস মাতানো সুপারস্টার শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমাটি। সেই জায়গা থেকে সিনেবোদ্ধারা ধারণা করছেন হয়তো শাহরুখের জন্য পিছিয়ে যাবে ‘অ্যানিমেল’ মুক্তি! যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সিনেমা সংশ্লিষ্ট কেউই।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর