‘কফি উইথ করণ’ এর নতুন সিজনে এবার বিস্ফোরক তথ্য সামনে আনলেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। এ অনুষ্ঠানে রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।
রণবীরের সঙ্গে সম্পর্কে আসার আগে অন্যদের আনাগোনা ছিল দীপিকার জীবনে। এই অভিনেত্রী বলেন, ‘আমি অনেক পুরুষের সঙ্গে মিশেছি। রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও। কিন্তু যতই মিশি না কেন, মন থেকে আমি ওর প্রতি কমিটেড থেকেছি।’
দীপিকার এই মন্তব্য নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকেই মনে করছেন, রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একনিষ্ঠ ছিলেন না অভিনেত্রী। কেউ কেউ আবার বলছেন, রণবীরকে এক প্রকার ঠকিয়েছেন তিনি। ফলে দীপিকার দিকে ধেয়ে আসছে ট্রল-কটাক্ষ।
অনেকেই ধারণা করছেন, রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার পর দুই সুপারস্টারের প্রেমে হাবুডুবু খেয়েছেন দীপিকা। যাদের একজন শাহরুখ খান! যদিও ঠিক কাদের সঙ্গে দীপিকা সময় কাটিয়েছেন সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে স্ত্রী দীপিকার থেকে কোনো অংশে কম যাননি রণবীরও! একই পথে হেঁটেছেন তিনিও। দীপিকা থাকার পরও অভিনেত্রী আনুশকা শর্মাসহ একাধিক তারকায় আসক্ত ছিলেন রণবীর। প্রিয় এই তারকা জুটির প্রেমকে অনেকে পবিত্র এবং আইডল মানলেও গোপন বিষয়গুলো সামনে আসায় নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক